নিজেস্ব প্রতিবেদক : আগামী ৫ বছরের জন্য পিরোজপুর ২ আসনের ৩ উপজেলার সব বাজারের খাজনা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজ। ফলে এখন থেকে আর তার নির্বাচনী এলাকায় জনগণকে খাজনা দিতে হবে না। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। জনগণকে দেওয়া তার প্রতিশ্রুতি রেখেছেন বিপুল ভোটে জয়লাভ করা এ সংসদ সদস্য ।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় ইমাম সমিতির ভান্ডারিয়া উপজেলা শাখার আয়োজনে এমপির ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার সকল ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, মহান করুনাময় আল্লাহতায়ালা যদি আমাকে বাচিয়ে রাখেন তাহলে, আসছে পহেলা বৈশাখ থেকে আগামী ৫ বছরের জন্য পিরোজপুর ২ আসনের (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) সকল বাজারের খাজনা আমি নিজ অর্থায়নে পরিশোধ করবো ইনশাআল্লাহ। জনগণকে কোনো খাজনা পরিশোধ করতে হবে না।
Leave a Reply