নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে নাজিরপুর উপজেলার হাসপাতাল সংলগ্ন মাঠে আওয়ামী লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবকে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস , সহ – সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, প্রমুখ।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন,
কোন বিদেশী শক্তির কাছে পরাজয় মানবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণকারীরা কখনো মানুষের অমঙ্গলের কথা চিন্তা করতে পারে না। জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত দেশকে জঙ্গীবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করতে চায়। যারা দেশের স্বাধীনতা চায় নি তারাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে।
আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply