নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের মধ্যেরাস্তার নিজ বাসা থেকে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও রাজনৈতিক মামলায় ছাত্রদলের এ নেতা একাধিক বার গ্রেফতার হয়েছে।
জানা যায়, মঙ্গলবার পিরোজপুরে বিএনপি’র পথযাত্রা কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় রুবেলকে গ্রেফতার করা হয়েছে। মামলায় বদিউজ্জামান শেখ রুবেল ১১ নাম্বার এজাহার ভুক্ত আসামী।
মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানার এস আই মাকসুদুর রহমান বাদী হয়ে নামীয় ৮০ জন ও অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় জেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলুকে প্রধান আসামী করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিএনপি জেলা স্টেডিয়ামের সামনে পথযাত্রার জন্য জড়ো হয়। সেখান থেকে হুলারহাট অভিমুখে যাত্রা করে ফায়ার সার্ভিস অফিসের সামনে গেলে পুলিশের বাঁধার মুখে পরে বিএনপি নেতাকর্মীরা। তখন তার রাস্তায় বসে সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে ৭ পুলিশসহ ২০ জন আহত হয়।
Leave a Reply