নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়ায় আসন্ন ঈদ উল আযাহা উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। উপজেলার প্রায় ১৫ হাজার পরিবারের মাঝে এ সহায়ত বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত ‘মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’র পক্ষ থেকে প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক এহসাম হাওলাদারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম গত ৭ বছর ধরে তার এ ফাউন্ডেশন মাধ্যমে উপজেলার অসহায় ও অস্বচ্ছল মানুষদের জন্য নানা রকমের জনকল্যাণমুখী কাজ করে আসছে।
Leave a Reply