নিজেস্ব প্রতিবেদক : আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। ফলে এ দিন আর অনুষ্ঠিত হচ্ছে না ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন।এক আবেদনের প্রেক্ষিতে আগামী ৪৫ দিনের জন্য ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের উপর নিষেধাজ্ঞা দেয় আদালত। আর এ সিদ্ধান্তে খুশি অধিকাংশ ভোটাররা। তাদের দাবি ছিল ত্রুটিমুক্ত ভোটার তালিকা।
চূড়ান্ত ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত হওয়া সহ আরো অনেক ত্রুটি রয়েছে এবং সেই ত্রুটি সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন ভান্ডারিয়া পৌরসভার মোহাব্বত আলী হাওলাদার এর ছেলে আব্দুল হালিম হাওলাদার।
এতে বিবাদী করা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পিরোজপুরের জেলা প্রশাসক এবং ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই স্থগিতাদেশ দেন।
শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট লুৎফা জাহান পূর্ণিমা এবং এম লিটন আহমেদ। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবীরা তাঁদের মতামত আদালতে উপস্থাপন করেন।
আদেশে আদালত প্রধান নির্বাচন কর্মকর্তাকে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেয় এবং সেই অনুযায়ী একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের আদেশ দেয়।
এছাড়া মৃত ভোটারদের বাদ দিয়ে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য আবেদনকারীকে বলা হয়েছে।
এ বিষয় কথা বলার জন্য পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
Leave a Reply