নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলী হাওলাদারের বসতঘর গত ৪ ই জুন অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। এরপর সেখানে আর নতুন করে ঘর তুলতে পারেনি সাহেব আলী।
এ ঘটনা শোনার পরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে দেখতে যান সাহেব আলীর বাড়ি। পরিদর্শন কালে তার প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন সাহেব আলীকে।
এ ব্যাপারে সাহেব আলীর সমন্ধীর ছেলে জানান, আমার খালু সাহেব আলীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় আমার খালুর সামর্থ্য ছিলো না যে নুতন ঘর তুলবেন। আমাদের সবার প্রিয় ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম আমার খালুকে আর্থিক সহায়তা দিয়েছেন।
গত ৭ বছর ধরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম তার প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ভান্ডারিয়ার এমন হাজারো সুবিধা বঞ্চিত মানুষকে সাহায্য করে আসছেন।
Leave a Reply