নিজেস্ব প্রতিবেদক : জন্মদিনে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। শুক্রবার ছিল তার ৪৫ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত তাকে শুভেচ্ছা জানাতে আসে নানা বয়সী হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন তার জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
শুক্রবার (১৯মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ ৬০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এতে অংশ গ্রহণ করে ন দলের নেতাকর্মীরা।অ পরদিকে পাশের উপজেলা মঠবাড়িয়ায় নেতাকর্মীরা কেক কেটে পালন করেন মিরাজুল ইসলামের জন্মদিন।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়ন ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন মিরাজুল ইসলাম । তার পিতা ছিলেন তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বড় ভাই মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ছোট ভাই শামসুদ্দিন হাওলাদার তেলিখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। মিরাজুল ইসলাম নির্বাচিত হন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।
জাতীয় প্রাথমিক শিক্ষা ক্যাটাগরিতে সারাদেশের উপজেলা চেয়ারম্যানের মধ্যে থেকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম।
Leave a Reply