নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদারসহ আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে ১০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলায় অনুষ্ঠিত ১০ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে উপজেলায় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় দশ হাজার মানুষ অংশ নেয়। উপজেলার বটতলা থেকে চরখালী ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ ছিল এ মানববন্ধন। মানববন্ধনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ । এ সময় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
মানববন্ধনে বক্তরা স্বর্নপদক বিজয়ী চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার ও অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে মিথ্যা মামলা দাবী করে মামলা প্রত্যাহারের দাবী জানান।
প্রসঙ্গত, পিরোজপুরের ভান্ডারিয়ায় গত ১৭ এপ্রিল জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার আট দিন পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়।। উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ মামুনুর রশীদ ভান্ডারিয়া থানায় এ মামলা দায়ের করে।
Leave a Reply