পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর পিতা সিনিয়র এ্যাডভোকেট মোঃ শামসুল হক ফকির ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোররাত ৪টায় পিরোজপুর শহরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রহী রেখে গেছেন। তার বড় পুত্র শফিউল হক মিঠু দৈনিক জনকন্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি। ছোট পুত্র জহিরুল হক টিটু দৈনিক যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার ও পিরোজপুর কথার সম্পাদক। মঙ্গলবার যোহরবাদ পিরোজপুরের পুরাতন ঈদগাহ ময়দানে জানাযা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। এ্যাডভোকেট মোঃ শামসুল হক ফকির ১৯৭৫ সালের ২রা জুলাই পিরোজপুরে আইন পেশায় যোগ দেন। এর পূর্বে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় ছিলেন।
Leave a Reply