নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ শেষে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় পিরোজপুর জেলা ডিবি (দক্ষিণ) অফিসার ইনর্চাজ মোহাম্মদ আসলাম উদ্দিনকেও কুপিয়ে জখম করা করেছে হামলাকারীরা। মঙ্গলবার সন্ধ্যার পরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।
আহতরা হলো পৌর ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম মুন্না (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক শাওন (২৩), মঠবাড়িয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শুভ (২০), উপজেলা ছাত্রলীগ কর্মী রাব্বী ব্যাপারী (২০)।
আহত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনে উদ্ধার করে মঠবাড়িয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। হামলায় আহত অন্যদেরও উদ্ধার করে মঠবাড়িয়া ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । হামলার স্বীকার ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের পক্ষ থেকে রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমে আজ স্থানীয় চিহ্নিত কিছু
সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলাকারী প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মঠবাড়িয়া বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণের সময় প্রতিপক্ষের একটি গ্রুপ এসে তাদের উপর হামলা চালালে ৪ জন আহত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা জেলা ডিবি (দক্ষিণ) এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনকে আহত করে।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হামলাকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ
Leave a Reply