নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে উপজেলার হাসপাতাল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল। এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুল হক খান পান্না, আবুবকর সিদ্দিকুর রহমান মন্টু, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার খানএনায়েক করিম, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আঃ রশিদ মৃধা, ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, টুঙ্গীপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু,যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ। আলোচনা সভা শেষে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী জেমসসহ দেশের প্রথম সারির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
Leave a Reply