নিজেস্ব প্রতিবেদক ঃ পিরোজপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোক শোভাযাত্রা হয়েছে । বৃহষ্পতিবার সন্ধ্যায় স্থানীয় টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চ থেকে এ শোভাযাত্রা বের হয়। পিরোজপুর ইয়ূথ সোসাইটি গত কয়েকবছর মুক্ত দিবস পালন উপলক্ষে আলোক শোভাযাত্রার আয়োজন করে আসছে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা উদীচীর আহবায়ক খালিদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান,সহ-সমন্বয়ক সোহেল শিকদার, আবীর হাসান, এম এম মুন্না, আলী ইমাম অন্তু সহ অন্যান্যরা।
শোভাযাত্রা শেষে পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান জানান, আমরা প্রতি বছরই পিরোজপুর হানাদার মুক্ত দিবসে আলোক শোভাযাত্রার আয়োজন করি। এ বছরেও তার ব্যাতিক্রম না। আজকের দিনে আমরা পিরোজপুরবাসী অনেক আনন্দিত। অনেক কিছু হারিয়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। যা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
Leave a Reply