নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বিকেলে পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদে আসরের নামাজ শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগনেতা ইরতিজা হাসান রাজু’র উদ্যোগে যুবলীগ চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় কেন্দ্রিয় জামে মসজিদে শতাধিক মুসল্লি দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগনেতা ইরতিজা হাসান রাজু বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়ার আবেদন জানান।
ইরতিজা হাসান রাজু ২০০১ সালের পরে দলের দুর্দিনে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে। এরপর এক এগারোর সময়ও ছাত্রলীগে সভাপতি থাকা অবস্থায় কারাবরন করেন।
Leave a Reply