নিজেস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা আয়োজন সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
লিখিত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, বুধবার (৩১ আগষ্ট) পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর আয়োজনে এবং জেলা প্রশাসন, পিরোজপুর পৌরসভা ও জেলা পরিষদের সহযোগীতায় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে কুইজ প্রতিযোগীতায় পিরোজপুর জেলার মাধ্যমিক পর্যায়ে ২৮৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করবে। ৪টি ধাপের প্রতিযোগীতায় ২০ জন বিজয়ীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কিত বই, ক্রেষ্ট সহ মূল্যবান উপহার দেয়া হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম নারায়ন চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য খালিদ আবু, পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, প্রেসক্লাবের সহ সভাপতি ইমাম হোসেন মাসুদ, সহ সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধক্ষ হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক তামিম সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবায়ের জনি,
ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, সদস্য মাহামুদুর রহমান মাসুদ, সদস্য কবির হোসাইন, ডেইলিষ্টার পত্রিকার জেলা প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অন্যান্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দরা।
Leave a Reply