নিজেস্ব প্রতিবেদক : ‘জামায়াত-বিএনপি আলাদা হওয়ার যত নাটকই করুক না কেন তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। জামায়াত-বিএনপি আলাদা দল হলেও তাদের উভয়ের চরিত্র একই। আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে এবং জনগন উন্নয়নের সরকার আওয়ামী লীগকেই ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে। সোমবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগসংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা বক্তারা এসব কথা বলেন।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. এ. আউয়াল। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply