1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে একপক্ষের সংবাদ সম্মেলনের ২ দিন পর অন্য পক্ষের সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৪৯ Time View

নিজেস্ব প্রতিবেদক   : পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্বের জেরে একপক্ষের সংবাদ সম্মেলনের দুই দিন পর অন্য পক্ষ সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি দাবি করেন গত ১৮ জুলাই নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অংগসংগঠনের বহিষ্কৃত নেতারা তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। মোশারেফ দাবি করেন, ওই সকল বহিষ্কৃত নেতারা বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এজন্যই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই তারা আমার বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ করেছে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অবৈধ ভাবে পরিচয় দিয়ে নির্জন কান্তি বিশ্বাস গত ১৮ জুলাই-আমার ও দলের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভীত্তিহীণ ও কাল্পনিক সংবাদ সম্মেলন করেছে। বিগত নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্জন কান্তির আপন ছোট ভাই চঞ্চল কান্তি বিশ্বাস নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় নৌকা প্রতীকের বিরুদ্ধে অর্থাৎ আমার বিরুদ্ধে আনারশ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়। বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচনে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ১৮ জুন ২০২১ ইং তারিখে পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল কর্মকান্ড থেকে তাকে অব্যাহতি প্রদান করিয়া দল থেকে বহিস্কার করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির কাছে অনুলিপি প্রদান করা হয়। একই অপরাধে নাজিরপুর সদর ইউনিয়ন সহ মাটিভাংগা, মালিখালী, দীর্ঘা, শাখারীকাঠী, শ্রীরামকাঠী, সেখমাটিয়া ইউনিয়নে নৌকার প্রার্থীদের পক্ষে দলীয় পদ ব্যবহার করিয়া আনারস ও মোটরসাইকেল মার্কার প্রার্থীদের পক্ষে নির্বাচন করায় নির্জন কান্তিকে নাজিরপুর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এ ছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত মনিরুজ্জামান আতিয়ার নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক, মো: শাহ আলম আকন সভাপতি দীর্ঘা আওয়ামীলীগ, মাস্টার মোতাহের হোসেন হাওলাদার, সদস্য উপজেলা আওয়ামীলীগ, পদে থাকা কালীন সময়ে নিজ নিজ ইউনিয়নের নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে এবং ব্যাপক ভোটে পরাজিত হয়। উক্ত কারনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা আওয়ামীলীগ স্ব-স্ব পদ থেকে তাদের সকলকে অব্যাহতি প্রদান করেন।

নিজেকে আওয়ামী পরিবারের একনিষ্ঠ কর্মী দাবী করে মোশারফ হোসেন উপরোক্ত বিষয়ে গুলো সাংবাদিকদের মাধ্যেমে বাংলাদেশ আওয়ামীলীগ পিরোজপুর জেলা শাখা সহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের দৃষ্টিগোচর করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করেন।

সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ মজুমদার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, পিরোজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাদুল্লাহ লিটন সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24