নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে আরো ৭০৯টি গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই পিরোজপুর জেলার ৭টি উপজেলায় গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে ৭০৯টি ঘর হস্তান্তর করবেন। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর,প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মাহামুদ হেসেন,গৌতম নারায়ণ রায় চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, জহিরুল হক টিটু, সাবেক সাধারন সম্পাদক এসএম পারভেজ, প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল হক, প্রমূখ।
এ সময় জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই গৃহ হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে ২শতাংশ করে জমির দলিলও হস্তান্তর করা হবে।
এ ছাড়া মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত মরিয়ম জাহানের সভাপতিত্বে পিরোজপুর সদর উপজেলার গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তরের বিষয় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
Leave a Reply