নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পিরোজপুরে বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের হাতে সহায়তার এ চেক তুলে দেয়া হয়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ দফায় প্রাপ্ত জেলার ২৬জন সাংবাদিকদের মধ্যে অধিকাংশ সাংবাদিকের হাতে এ চেক তুলে দেন।
তবে চেক বিতরনকালে অনুপস্থিত ছিল কয়েকজনকে। তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করে সহায়তার চেক নিতে বলা হয়েছে।
এবারের তালিকায় সদর ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা রয়েছেন। চেক বিতরনকালে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, এডিএম মাধবী রায়, পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ।
Leave a Reply