নিজেস্ব প্রতিবেদক ঃ প্রায় দুই যুগ পরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার রাতে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সৈয়দ সহিদ উল আহসানকে সভাপতি ও এস এম মুইদুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৪৯ সদস্যের উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটিকে নিদিষ্ট সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি তৈরি করে জেলা আওয়ামীলীগের কাছ থেকে অনুমোদন নিতে বলা হয়েছে।
শনিবার দীর্ঘ প্রায় ২৫ বছর পর উপজেলার ইন্দুরহাট বন্দরের স্বরূপকাঠী সরকারী কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. এ. হাকিম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফাজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জেলা আওয়ামীলীগের সদস্য শ. ম. রেজাউল করিম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য আনিসুর রহমান, সদস্য গোলাম রব্বানী চিনু , ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলি খানপান্না,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা একেএম আজিম প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে রাতে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সভাপতি এ. কে. এম. এ. আউয়াল আগামী তিন বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ঠ নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সৈয়দ সহিদুল আহসানকে সভাপতি, এস এম মহিদুল ইসলাম মুহিতকে সাধারণ সম্পাদক, ৮ জন সহ সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩জন সাংগঠনিক সম্পাদকসহ ৪৯ সদদ্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply