নিজেস্ব প্রতিনিধি : ‘বঙ্গবন্ধু নিজে একজন বড় ফুটবলার ছিলেন। তাঁর পরিবারের সবাই ক্রিড়া নৈপুন্যের সাথে জড়িত ছিলেন। আজকের বিখ্যাত আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর ছেলে।শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট , বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট , বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান’ এর প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। তাই আধুনিক বাংলাদেশ এবং শেখ হাসিনা পারস্পরিক সমার্থক শব্দ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক শব্দ।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদর প্রমুখ।
খেলায় বালক ও বালিকা উভয়েই মঠবাড়িয়াকে পরাজিত করে পিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়ান হয়।
Leave a Reply