নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে নানা আয়োজনে বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম রায় চৌধুরী,সদর থানার অফিসার ইনচার্জ আ. জ. ম. মাসুদুজ্জামান, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবু, ফিরোজ আহমেদ, সহ-সাধারন সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক তামিম সরদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু মোহাম্মদ জুবায়ের জনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির পিরোজপুর প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।
অনুষ্ঠানে “বিশ্ব জুড়ে বাংলা” এই প্রতিপাদ্যে বাংলা টিভির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের সাবেক আহবায়ক জিয়াউল আহসান, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাংবাদিক কবির হোসাইন, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, ঢাকাপোস্ট এর প্রতিনিধি আবির হাসান।
Leave a Reply