নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর সদর উপজেলার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী দিপঙ্কর মাতা মিন্টু। শনিবার কমিটির ত্রি-বার্ষিক সন্মেলন এর মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচিত হন তিনি। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রী সুদেব কুমার মসিদ। সভায় সভাপতি ছিলেন সাবেক কমিটির সভাপতি রনদাশ গুপ্ত, সভা পরিচালনা করেন শ্রী শ্যামপ্রসাদ দাস।সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা সভাপতি শ্রী তুষার কান্তি মজুমদার।
সাধারন সম্পাদক পদে নির্বাচিত হওয়া দিপঙ্কর মাতা মিন্টু বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। পিরোজপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি উদীচী, এপেক্স ক্লাব, দুপ্রকসহ নানা সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন দিপংকর মাতা মিন্টু।এছাড়া ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করেছেন তিনি।
Leave a Reply