নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বিপ্লবকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা বাজার সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধানীসাফা ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাচ্চু ব্যাপারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ হারুন হাওলাদার , একরামুল হক তুষার, আবু ইউছুব রায়হান, মিল্টন ব্যাপারী, মামুনুর রশিদ পিঞ্জু । এসময় বক্তারা বলেন, যে সন্ত্রাসীরা মঠবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বিপ্লবকে কুপিয়ে আহত করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তুু আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করছেনা। অবিলম্বে চিহ্নিত এ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওয়ায় আনার দাবি জানিয়েছেন বক্তারা।
উল্লেখ্য, ৫ জানুয়ারী ২০২২ পঞ্চম ধাপের নির্বাচনে মঠবাড়িয়ার উপজেলার সাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারনায় নামে তার কর্মী সমর্থকেরা। এ সময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী সমর্থক লিফলেট নিয়ে প্রচারনায় গেলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী ও যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান বিপ্লবের হাতের কব্জি কেটে যায় ও তিনি মারাত্মক ভাবে জখম হন ।
Leave a Reply