নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে জেলা মহিলা দলের সম্মেলনে পাঁচ সদস্যের কমিটিতে জাকিয়া আসলামকে সভাপতি ঘোষণা দিয়ে কয়েকদিন পরে পূর্নাঙ্গ কমিটিতে সভাপতির পদ থেকে তাকে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা মহিলা দল। বৃহস্পতিবার সকালে শহরের পোষ্ট অফিস সড়কে এ মানববন্ধন করেছে জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা, রেহানা হাফিজ, প্রচার সম্পাদক রিক্তা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন কেন্দ্রিয় নেতাদের উপস্থিতিতে জেলা মহিলা দলের সম্মেলনে পাঁচ সদস্যের কমিটিতে জাকিয়া আসলামকে সভাপতি করার কিছুদিন পরে ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে অবৈধ ভাবে শাহিদা বেগমকে সভাপতি, রহিমা আক্তার হাসিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ধরনের অনৈতিক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে জাকিয়া আসলামকে তার সভাপতির পদ ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে যাবে জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। পরে তারা জেলা বিএনপি কার্যালয়ে তালা দেয়ার চেষ্টা করে।
Leave a Reply