নিজেস্ব প্রতিবেদক : দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগে প্রবেশ পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে। পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর আল ইমরান খান,
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারন সম্পাদক খালিদ আবু।প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম রায় চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম আলী, এম. এ. রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান জিয়া, একে আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক জনগনের সম্পাদক মাইনুল আহসান মুন্না প্রমূখ।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, নির্বাহী সদস্য মাহামুদুর রহমান মাসুদ,
প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল হক,কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক তামিম সরদার,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপংকর মাতা মিন্টু, নির্বাহী সদস্য অভিজিৎ মন্ডল, কবির হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আবু মোহাম্মদ যুবায়ের(জনি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি এ কে এম ফয়সাল ( প্রিন্স) সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a Reply