নিজেস্ব প্রতিবেদক : লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমানকে পিরোজপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার (১০ মার্চ) দুপুরে পিরোজপুর পৌর মেয়রের আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এন খালেদ রবি, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদউল্লাহ লিটন, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিরোজপুর পৌরসভার সচিব বণি আমিন। এসময় মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর, রামস্গেট মেয়রের পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply