নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে কোভিড – ১৯ গনটিকা (১ দিনে ১ কোটি) কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা সুত্রে জানা যায়, আগামী ২৬ জানুয়ারি দেশব্যাপী একযোগে ১ কোটি মানুষকে কোভিড – ১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান করা হবে। উক্ত গনটিকা কার্যক্রম নিশ্চিতকল্লে এ সভার আযোজন করা হয়েছে।এদিনই হবে কোভিড-১৯ টিকার ১ ডোজের শেষ দিন। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শিশির রঞ্জন অধিকারী, সহকারী কমিশনার ফারজানা আক্তার,সদর থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামানসহ অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ।টিকা কার্যক্রম সফল করতে সভায় উপস্থিত থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিভিন্ন পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
Leave a Reply