পিরোজপুরে করোনা সংকটে ব্যাংক ও এনজিওর কিস্তি আদায় বন্ধ, গ্রামের কর্মহীন ক্ষেতমজুর-শ্রমিকদের আর্থিক সহযোগিতা,প্রান্তিক কৃষক ও বর্গাচাষীদের কাছ থেকে সরাসরি সরকারি দামে ধান ক্রয়,কৃষকদের জন্য পল্লী রেশনিং চালু সহ ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। আজ দুপুরে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির আহমেদ এর কাছে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনটি।
ক্ষেতমজুর সমিতির নেতারা জানান, করোনা মহামারীতে চরম সংকটে পরেছে গ্রামের খেটে খাওয়া দিনমজুর ও চাষীরা। আমরা দেখতে পারছি সরকার সমাজের উচ্চ শ্রেণীকে প্রণোদনা দিলেও কৃষক-ক্ষেতমজুরদের জন্য রাখেনি কোনো যথাযথ ব্যবস্থা। তাই বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির এই ১০ দফার আন্দোলন।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডাঃ তপন বসু,সদর উপজেলার সভাপতি রনো দাস গুপ্ত,সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হালিমসহ আরো অনেকে।
Leave a Reply